Dhoa Lyrics – Aftermath
Singer: Aftermath
Title: Dhoa
মাথার ভেতরে ধোঁয়া
দেখি শুধু তোমারই ছায়া
আমি আছি কিনা নেই তোমাদের মাঝে
জানি না এ এক কোন মায়া
মরে মরে বেঁচে থাকা
তুমি মোর অস্তিত্বের পোকা
কোনো এক সকালে জানি হারিয়ে যাবো
দিয়ে তোমাদের ধোঁকা
ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে
ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে
আমার ঘরে অন্ধকার
সুবাসে ভরানো চিৎকার
ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ
শিখবো ভুল স্বীকার
পথহারা এলোমেলো ভাবনা
সাদাকালো তোমার আল্পনা
দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি
মিথ্যে আমার চেতনা
চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
পৃথিবীর সব আলো এক সুরে মিশে
লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে
শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে
অবিরাম ভাবনার ঝংকারে
চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য
অসম অনুকরণীয়
আবেগের মোহনায় না বলা গল্প
অর্থহীন, কিন্তু স্মরণীয়
কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে
দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে
অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি?
অর্থহীন, কিন্তু স্মরণীয়
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
N.I.N.A - Malícia
Don Beto - Pensando Nela
Dhoa – English Translation
Finger
Let’s see only your shadow
I am between you or not
Don’t know this one is no Maya
Bend
You are the insect of the existence of more
I will know one morning
Cheek
Smoke bite today
I still listen to your favorite songs today
Smoke
Sore
Darkness in my room
Aroma
Losing in smoke I tell me how to do today
Learn wrong
Random
Sadakalo
I see the nightmare wake up in the room
My consciousness
The eyes of the eye come out of the sight today
Dreams
All the light of the earth mixes in one tune
Red-blue
The story is not over, the rest is a little
The story is not over, the rest is a little
Top
Peak
Eternal
Incense
Unequal
Stale
Meaningless, but memorable
In the fantasy
Crush
Away, nesting, crowded, slowly
In the ocean
Heavenly
Will the explosion be stubborn on the rainbow Jonaki?
Meaningless, but memorable
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Aftermath – Dhoa
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases