Oshomapto Shantona Lyrics – Artcell
Singer: Artcell
Title: Oshomapto Shantona
তোমার অহংকার ছায়ায় আমার
আজ অস্তমিত দেখো
অতীত স্মৃতির যত ক্ষত
আঁকড়ে ধরে রাখো
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
আবারো সামনে যেতে বাঁধা
দেয়াল দাঁড়িয়ে পেছনে যখন
রোদেলা দুপুরে ঝড়ের মতোন
অকারণে আত্মগোপন
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
এ মন অবচেতনায় বন্ধু ভেবে
খুঁজে বেড়ায় তোমায়
যেখানে ছিল আগে
নিজেকে আগলে রাখার সীমানা পেরিয়ে
বাড়িয়ে ছিলাম এ হাত আঘাত লুকিয়ে রেখে
চেনা মুখ বড় অচেনা যখন
সময়ের সাথে আমাদের বিবর্তন
আমাকে হারিয়ে, তোমার নিজের পরাজয়
হারিয়ে থেকে, কেন ভুলে যাবার ভয়?
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
JULIEN BOSS - Hass für die Szene, Liebe für die Fam
Rels B - Lo Que Hay X Aquí
Oshomapto Shantona – English Translation
Me in the shadow of your arrogance
Look today
Wound
Hold on
Can’t, you can’t
Dust
Stoker
That says, “cannot”
In the mood of your lies
No more
In the unequal equation of false assurances
There was no space of feeling
Tied to go forward again
When the walls stand behind
Rodella’s noon
Hiding
Can’t, you can’t
Dust
Stoker
That says, “cannot”
In the mood of your lies
No more
In the unequal equation of false assurances
There was no space of feeling
At this mind the friend of the subconscious thought
Out
Where before
Beyond
Increasing the injury to this hand was hiding
When the face of the familiar face is big unconscious
Our evolution over time
Lost me, your own defeat
From lost, why fear of forgetting?
Can’t, you can’t
Dust
Stoker
That says, “cannot”
In the mood of your lies
No more
In the unequal equation of false assurances
There was no space of feeling
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Artcell – Oshomapto Shantona
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
https://www.youtube.com/watch?v=nNFvZgemG8w