Lyrics Artcell – Otritio

Otritio Lyrics – Artcell

Singer: Artcell
Title: Otritio

শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ন
মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন
জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা
শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায়

যান্ত্রিক আভাস উপহাস করে আবার
অভিমানির খেয়ালি এ প্রতিফলন
জাগতিক নয় আমার এই সমীকরণ
ছায়াপথে ভেবেছিলাম আমি একা

তোমার আলোতে নিজেকে আবার দেখা
ভোরের রক্তিম আকাশে সময়হীন ঘোরে
সুদুরে মিলিয়ে যেতে দেখি তোমাকে
অসীম আকাশের বিশালতা যেন নীরব ব্যর্থতা

চাপা পড়া সময়ের ইতিহাসে
সভ্যতা আমার সূর্য নিভে গেলে
তোমার উৎসের আলোতে আঁধার পেরিয়ে পাবো কি
পাবো কি তোমার দেখা?

পাবো কি তোমার ছায়া?
পাবো কি আমি নিজেকে?
আজ এই সুর ভেসে যায় সুদূর যেখানে
এক হয় না বলা কথা

গ্রহান্তরের অজানা পথ অচেনা পথিক বানায়
তোমার চেনা পথে নিয়ে যায়
দেয়ালে স্মৃতিচিহ্ন আঁকি
অতীত জীবনের অজানা ঝুঁকি

মহাকালের যত প্রমাণ আমার অস্তিত্বে
হারিয়ে আজ অগোচরে
আমি কে? আমি কে?
তুমি কে? তুমি কে?

আমি-তুমি, তুমি-আমি, তুমি-আমি, আমি
মাত্রাহীন শূন্যতার অধিবাসী
অনুভবে অপরাধী
সময়হীন অশরীর মন্ডলে বিচরণকারী

অবাস্তব ভেবে সত্যকে
ভুলে ছিলাম চিরকাল
মানবতার অহংকার
ভেঙ্গে দিল এ সকাল

নিস্তব্ধতার এ চিৎকার, সজ্ঞানে ফেরায়
শত শব্দের ভিরে আমাকে, তোমাকেই চেনায়
তোমার ভেতর আমার ফিরে যাবার অভিযান
মহাকালে মিলিয়ে দিলাম অসীম ব্যবধান

আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয়
আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয়
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Sanja Maletić - Tamo Preko Reke
Crystal F - Auf Wiedersehen

Otritio – English Translation

The best I am full of myself
My sign today is spreading in the mahajag
Insatomy of feeling from birth
Me

Again
Reflection
This equation is not my worldly
I thought I was alone in the galaxy

See yourself again in your light
In the dawn
I see you go away
The vastness of infinite sky

In the history of the stressed period
When civilization goes down my sun
What can I get over the light of your source
Will you see you?

Will you get your shadow?
Can I get myself?
Today this tune is swept away where
Is not the one to say

The unknown path of the planets makes a stranger passenger
Take your identity in the way
Wall
The unknown risk of past life

The evidence of the great time is in my existence
Lost today
Who am I Who am I
Who are you? Who are you?

Me-you-you-am, you-am, me
Dimensional
Perpetrator
Timeless

Unrealistic
I forgot forever
Pride
Break this morning

Shouting
Hundreds
The campaign
In the Mahakas, I am unmatched

I accepted you, you are self.
Everything you and I am infinitely deleted
I accepted you, you are self.
Everything you and I am infinitely deleted
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Artcell – Otritio

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

https://www.youtube.com/watch?v=kIOsoEER34c