Lyrics Atmahatya – Mrito der Ondhokup

Mrito der Ondhokup Lyrics – Atmahatya

Singer: Atmahatya
Title: Mrito der Ondhokup

ভয় হয়
ভয় হয়
ভয় হয়
ভয় হয়

কোনো অশান্ত সময়ে, এক যুদ্ধের শেষে
মৃতভোজীদের জঠরে, স্বাধীনতা কেঁদে ওঠে
বিষেরই জ্বালা যে,জুড়ায় ক্ষিদে, মুর্শিদাবাদ যে জ্বলে
স্ফুলিঙ্গ সেদিন শহীদ হয় তাই, সিরাজেরই মস্তিষ্কে

বোঝাতে চেয়েছে স্বাধীন মন্ত্র, বোঝাতে চেয়েছে রাগ
দিনেরই শেষে তাই অমানবিক, অন্ধকূপ হত্যা
মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে
তার খঞ্জর এর হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে

আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে
মীরেরই বিশ্বাসঘাতকতায়, পলাশীর প্রান্তর কাঁদে
সেদিন বাংলার হয় সর্বনাশ, নবাব এর অন্তরালে

বণিকের এ সেই মানদণ্ড, আগামী গোধূলিতে
আঘাত হানলো বাংলার শিরে, রাজদণ্ড হয়ে
মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে
তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে

আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
MoreLearn 27, 积雨云1998 - 毕加索
ClariS - Loop Lyrics (ja)

Mrito der Ondhokup – English Translation

Are in fear
Are in fear
Are in fear
Are in fear

At any turbulent time, at the end of one war
In the womb of the dead bodies, freedom cried
Poisonous
The sparkling was martyred that day, so in the brain of Siraj

Meant that independent mantra, the anger meant
At the end of the day, so inhuman, kill the dungeon
In the blue eye of death, Siraj still smiles today
In his dagger’s shaft, the heart trembles

In the fire of panic, insult
It seems suicide, every Azan tune
Mir’s treachery, Palashi’s desert
On that day, Bengal is destroyed, in the interval of the Nawab

The standard of the merchant, in the next twilight
Hit the head of Bengal
In the blue eye of death, Siraj still smiles today
In his daggers

In the fire of panic, insult
It seems suicide, every Azan tune
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Atmahatya – Mrito der Ondhokup

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

https://www.youtube.com/watch?v=Q3SHZ1QuQ8k