Amar E Gaan Lyrics – Aurthohin
Singer: Aurthohin
Title: Amar E Gaan
〈Intro〉
〈Verse〉
যে গানটা লিখবো বলে বেঁচে থাকা, সে গানটা আজ শুনবে কে?
কোনো এক থমকে যাওয়া রাতের পরে আমার কথা ভাববে কে?
ঘাসের বুকে শুয়ে শুয়ে নীল আকাশটা আঁকবে কে?
সারারাত আমার হাতটা জাপটে ধরে জোছনাটা দেখবে কে?
যাচ্ছে পুড়ে আমার শরীর, হয়ে যাচ্ছি যে ছাই
শেষ গানটা থাকলো পরে, কোথাও তুমি নাই
তবুও মাথায় অদ্ভুত চিন্তা, দেখবো আবার তোমাকে
ছাই থেকেই উঠবো আবার, ভুলতে দেবো না আমাকে
〈Bridge〉
〈Chorus〉
আমার এ গানটার জন্য তোমার আমায় মনে রাখতে হবে
রাত গভীরে ঘুম ভাঙলে আমার কথা ভাবতে হবে
জোছনাটা দেখলে পরে আমায় তোমার খুঁজতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার গাওয়া গানের সাথে তোমার মিশে থাকতে হবে
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Platinum Blonde - Satellite
Babymoench - Bist du da?
Amar E Gaan – English Translation
〈Intro〉
〈Verse〉
Who will listen to the song that I will write to write, who will listen to the song today?
Who will think of me after the night of one of the stops?
Who will lie down on the grass in the grass and draw the blue sky?
Who will see my hand overnight?
Going burned my body, the ash that is becoming
The last song remained after, you are nowhere
Yet strange thoughts on the head, I will see you again
I will get up from the ash again, I will not forget me
〈Bridge〉
〈Chorus〉
I have to remember me for this song
I have to think of me if I wake up deep in the night
If you see Jochena I have to find you after
I have to be mixed with the song I sing
I have to be mixed with the song I sing
I have to be mixed with the song I sing
I have to be mixed with the song I sing
I have to be mixed with the song I sing
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Aurthohin – Amar E Gaan
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases