Lyrics Aurthohin – Nithor

Nithor Lyrics – Aurthohin

Singer: Aurthohin
Title: Nithor

জানালাটার ওপাশটাতে বৃষ্টি পড়ে, বৃষ্টি থামে
বসে বসে দেখতে থাকি রঙ বদলায় সবার মুখের
সারাটি রাত নিথর হয়ে নিদ্রাহীন এই সময়টাকে
ঠেলতে থাকি সকাল মাঝে আবার রাত্রি দেখবো বলে

জানালাটার ওপাশটাতে লাল-নীল সব নতুন মুখে
প্রায়ই তারা স্বপ্ন ওড়ায় স্বপ্ন ভাঙ্গার অপেক্ষাতে
প্রতিটি রাত নিথর হয়ে নিদ্রাহীন এই সময়টাকে
আকাশকুসুম চিন্তা ভিড়ে ধুলো জমাই ইচ্ছেটাতে

★ Instrumental ★
ঘুম আসে না আমার যে আর তোমার কথা ভেবে ভেবে
তুমি যে আজ কোথায় গেলে জীবনটা আজ গেছে থেমে
ঘুম আসে না আমার যে আর কালি জমে চোখের নিচে

তুমি যে আজ কোথায় গেলে যাচ্ছে জীবন রসাতলে
কাটেনা এ রাত্রি
মেলে না হিসেব আমার
আমি যে বসে থাকি তোমার কবিতা শুনবো বলে

খুঁজি তোমায় বই এর ভাঁজে, খুঁজি তোমায় চা এর কাপে
খুঁজি তোমায় ভরদুপুরে, খুঁজি তোমায় অন্ধকারে
ছাই এ ভরা অ্যাশট্রেটাতে সিগারেটের বদভ্যাসে
জানালাটার ওপাশটাতে সুখ-দুঃখের উপন্যাসে

নাড়া দেয় না আমায় কিছুই আলো কিংবা আঁধার হয়ে
তোমরা আমায় বলতে পারো কেন আমি সারাজীবন
একই ঘরে এক কাপড়ে জানালটার পাশে বসে?
হঠাৎ করেই জানালা গলে বেড়িয়ে পরি ওপাশটাতে

তাকিয়ে দেখি বিশাল সাগর, নীল জোছনা মুচকি হাসে
তবুও কেন শূন্যতাটাই ভর করে আজ বুকের মাঝে?
ফিনিক্স পাখির মত আমার দেহ কেন পুড়তে থাকে?
ঘুম আসে না আমার যে আর তোমার কথা ভেবে ভেবে

তুমি যে আজ কোথায় গেলে জীবনটা আজ গেছে থেমে
ঘুম আসে না আমার যে আর কালি জমে চোখের নিচে
তুমি যে আজ কোথায় গেলে যাচ্ছে জীবন রসাতলে
কাটেনা এ রাত্রি

মেলে না হিসেব আমার
আমি যে বসে থাকি তোমার হাতটা ধরবো বলে
খুঁজি তোমায় কৃষ্ণচূড়ায় খুঁজি তোমায় জোছনাটায়
খুঁজি তোমায় ভর দুপুরে খুঁজি তোমায় অন্ধকারে

সন্ধ্যাবেলায় লাল আকাশে দু’হাত তুলে প্রার্থনাতে
হঠাৎ করেই হাওয়ায় ভেসে তোমার চুলের গন্ধ আসে
মনে হয় কানের পাশে বলছো তুমি ফিসফিসিয়ে
“কোথায় আমি? কোথায় আমি? পাচ্ছো না আর আমায় খুঁজে?

ভুলে গেছো আমি যে আজ ঘুমিয়ে আছি এপিটাফে?”
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Aurthohin - Aajibon
Ali Ashikar - Çək

Nithor – English Translation

It rains in the window of the window, the rain stops
I sat down to see the color of everyone in the mouth
All night is sleepless
I was pushing in the morning to see the night again

In the window of the window all the new faces of the red-blue
Often they look forward to breaking the dreams when they dream
Each night is sleepless
The sky is crowded

★ Instrumental ★
I don’t sleep, I think of you anymore
Where do you go today, life has gone today
Sleeping no longer me in the eyes of the ink free

Where are you going today
The night at the cutting
The calculation of me does not match
Say that I will listen to your poem that I sit

Look for you in the book’s fold, find you in a cup of tea
Look for you
Cigarette
Window

Not shaking me
Can you tell me why I am all my life
Sitting next to the window in a cloth in the same room?
Wandering

Looking at the huge sea, the blue jochen smiles.
Yet why does the vacuum mass in the middle of the chest today?
Why does my body burn like a bird like a bird?
I don’t sleep, I think of you anymore

Where do you go today, life has gone today
Sleeping no longer me in the eyes of the ink free
Where are you going today
The night at the cutting

The calculation of me does not match
The one that I sit is to say that I will hold your hand
Look for you in Krishnachaura
Look for you in the dark

In the evening, in the red sky
Suddenly the breeze floats in the breeze comes to the smell of your hair
Looks like you say you are whisper
“Where am I? Where am I? Can’t find and find me?

Forgot that I am asleep today in Epitate? ”
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Aurthohin – Nithor

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases