Hariye Lyrics – Fraze
Singer: Fraze
Title: Hariye
Intro:
আমি হারিয়ে, যাবো হারিয়ে 2x
Hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
Verse 1:
ভেঙেছি শতবার, ভাঙতে চাই আজ আবারো
কেঁদেছি কতবার, হাসতে চাই আজ আবারো
হেসেছি কতকাল, হাসতে হাসতে দিন টা গেলো
হেঁটেছি হাত টা ধরে, হাত টা কই আজ হারিয়ে গেলো
মায়ার এক কল্পনা, স্বপ্ন ছিলো কেন হাজারো
ছায়া টা গল্প না, তুমি ছিলে পাশে অল্প না তো
আমার এই গল্প টা, বুঝবে না এই দুনিয়া টা তো
ভাববে প্রেম কিন্তু বাবা হারা কষ্ট বুঝবে না তো
হ্যাঁ আমি আজ বলতে চাই, খাতায় মনের কথা লিখতে চাই
দেয়া কথা গুলা রাখতে চাই, নতুন করে আবার বাঁচতে চাই
করা ভুল গুলা মানতে চাই, হাতে হাত আবার রাখতে চাই
দেখি চারিপাশে তুমি নাই, আমি আগের জীবনেতে ফিরতে চাই
সবাই মুখোশ পরে, চিনতে পারি না মানুষ আমি
প্রতিবারই যাই উপকারে কিন্তু হতাশ হয়ে ফিরে আসি
হাসে সবাই বলে পাগল আমি, বুঝে না কেউ যে মন টা দামি
মাঝে মাঝে এই কারাগার থেকে পাইতে চাই আমি জামিন
মন টা অনেক সাফ, জবানে হয়তো অনেক ময়লা
স্বার্থের দুনিয়া, Tough দেখা সমাজের পোড়া কয়লা
কলমে আমার হাত, কষ্টের শব্দ খাতায় সয় না
কারো হাত ধরে জিতে যাবো But ওইটাতে তো আমার জয় না
Pre-Hook:
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাবো আবার শান্তি নিবো বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাবো আমি হারিয়ে
একদিন চলে যাবো এই জগতটাকে কাঁদিয়ে
Hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
Verse 2:
“স্মৃতির ছেঁড়া পাতায়” ভাজ করা “শত আশা”
এই “বেদনা” তে থাকা প্রতিদিনের পেশা
“শুণ্য” মনে শূণ্যস্থানে পোষা কত নেশা
“শেষ বিকেল” এ “আরেকবার” কী হবে কষ্টের “ফিরে আসা?”
জানিনা কতবার মন কে বলসি এবার থাম
রাখিস না বিশ্বাস এই দুনিয়ায় তো সবাই সাপ
আসবে যাবে শুধু বিষধর ফেলবে ছাপ
কষ্টের শেষে শুনবি সাপটার নাই কোনো হাত
Pre-Hook:
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাবো আবার শান্তি নিবো বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাবো আমি হারিয়ে
একদিন চলে যাবো এই জগতটাকে কাঁদিয়ে
Hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
Outro:
জীবনে অনেক বাঁধা আসবে
হয়তো কখনো সেটা অতিক্রম করতেও পারো, নাও করতে পারো
কিন্তু কখনোই নিজেকে হারিয়ে বসবে না।
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru or Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Síganus - SAMBA DRILL
Ophélie Winter - Viens
Hariye – English Translation
INTRO:
I lost, lost 2x
HOOK:
Want to laugh, want to laugh
Tell me today, why do you want to cry?
Wants to keep, want to keep
Wants to keep the words given, why do not you want to keep?
Wants to obey, want to obey
The mistakes want to believe, why do you want to learn why?
Wants to write, want to write
Do you want to return to the previous life, why do you want to return?
VERSE 1:
Break down, I want to break today again
How many times, want to laugh today again
How long have you laughed, laughing
Holding the hand, where the hand was lost today
Moyra is one imagination, why thousands of dreams
The shadow is not the story, you were not a little next to you
I do not understand this story, I do not understand this world
I think love but the father will not understand the trouble
Yes I want to say today, I want to write the mind of the book
Want to keep the words given, want to live again again
Want to believe in mistakes, want to keep your hands again
Let’s see you do not, I want to return to the previous life
After everyone mask, I can not recognize people
Every time I get back to the benefit but disappoint
Smile everyone says crazy I’m not able to understand someone who is in the mind
Sometimes I want to get rid of this prison
Many of the minds clear, maybe so much dirt
The world’s world, tough-seen society burns coal
My hands, hardships of trouble
I do not win anyone’s hand but I do not win my
Pre-hook:
Standing today at the door of death
Get peace again in the chest
I will get tiredness in mind
One day I will cry this world
HOOK:
Want to laugh, want to laugh
Tell me today, why do you want to cry?
Wants to keep, want to keep
Wants to keep the words given, why do not you want to keep?
Wants to obey, want to obey
The mistakes want to believe, why do you want to learn why?
Wants to write, want to write
Do you want to return to the previous life, why do you want to return?
Verse 2:
“The memory of the memory” hoping “Hundred Hope”
Daily occupation of this “pain”
“Glory” Remember how much liquor in spaces
“What will happen to the last afternoon” come back “?”
I do not know how many times the mind is peaked
Do not believe that everyone in this world is everyone snakes
The impression will be poisoned only
At the end of the hardship, there is no snake
Pre-hook:
Standing today at the door of death
Get peace again in the chest
I will get tiredness in mind
One day I will cry this world
HOOK:
Want to laugh, want to laugh
Tell me today, why do you want to cry?
Wants to keep, want to keep
Wants to keep the words given, why do not you want to keep?
Wants to obey, want to obey
The mistakes want to believe, why do you want to learn why?
Wants to write, want to write
Do you want to return to the previous life, why do you want to return?
OUTRO:
Many obstacles in life will come
Maybe you can overcome it, do not
But never lose yourself.
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Fraze – Hariye
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru or Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases