Lyrics Habib Wahid & Nancy – Jonak Joley

Jonak Joley Lyrics – Habib Wahid & Nancy

Singer: Habib Wahid & Nancy
Title: Jonak Joley

তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?

নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?
চোখের জলে ভালোবাসার হলো একটা নদী
সেই নদীটা বুকের ভেতর বইছে নিরবধি

তোমার কাছে বলবো কী আর মায়ার জালে বাঁধলে তুমি
এখন শুধু সন্ধি করি আমার সাথে আমি
ভেঙে গেলে মন জোড়া নেয় না
ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না

ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি
যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?

ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Maryen - Небо на потолке
Daviles de Novelda, Omar Montes & Rvfv - Te quiero olvidar

Jonak Joley – English Translation

Do you come to cry like me?
Do you also go to the chest to talk about the mind?
And … do you come to cry like me?
Do you also go to the chest to talk about the mind?

Jonak burns in Nishi Rai, the darkness in my room
Do you love you too?
Tears
The river is in the chest

I will tell you what and if you are tied to the Myer’s net
Now just treat me with me
If the mind does not fetch
Love never wanders

Slowly leads to love, in the heart you
In the era of the ages, in the bottom of the age, find that I
Do you come to cry like me?
Do you also go to the chest to talk about the mind?

And … do you come to cry like me?
Do you also go to the chest to talk about the mind?
Jonak burns in Nishi Rai, the darkness in my room
Do you love you too?
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Habib Wahid & Nancy – Jonak Joley

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases