Monohor Lyrics – Hatirpool Sessions
Singer: Hatirpool Sessions
Title: Monohor
〈Chorus〉
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
〈Verse〉
বহুদূর দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়
পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর
মুছে যাওয়া সেইসব সন্ধ্যা শীতল
আমাদের প্রাণে ডেকে ওঠে “মনোহর”
কিছুক্ষণ মনোরম তোমারই সাথে
স্বপ্নের ভেলায় দাঁড় ফেলে আঙিনায়
〈Chorus〉
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
〈Chorus〉
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
DJ DA WEST - Light Up Black Friday
Norlie & KKV - Rymden och tillbaks
Monohor – English Translation
〈Chorus〉
Rhyme
Filled with, said, “Manohar”
Rhyme
Filled with, said, “Manohar”
Pomegranate
The time that the soft tanu wants back
Rhyme
Filled with, said, “Manohar”
〈Verse〉
Spreads
Back
Wiped
“Manohar” called in our lives
For a while with you
In the courtyard
〈Chorus〉
Rhyme
Filled with, said, “Manohar”
Pomegranate
The time that the soft tanu wants back
Rhyme
Filled with, said, “Manohar”
〈Chorus〉
“Manohar” grows in our lives
“Manohar” grows in our songs
“Manohar” grows in our lives
“Manohar” grows in our songs
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Hatirpool Sessions – Monohor
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases