Shei Pakhita Lyrics – Hatirpool Sessions
Singer: Hatirpool Sessions
Title: Shei Pakhita
সেই পাখিটা আকাশে
সেই পাখিটা
সেই পাখিটা
তার রঙিন ডানার ছায়া
ঘরের ভিতর থাকা মনটা তো আর
থাকে না, থাকে না, থাকে না
ওড়ার তাড়ায়
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
চৌকোণ জানলায় আটকে পড়া মন চুপচাপ
শুধু চুপচাপ বিকেলটা দেখতে থাকে
চৌকোণ জানলায় আটকে পড়া মন চুপচাপ
শুধু চুপচাপ বিকেলটা দেখতে থাকে
ঘরে ফেরা পাখিদের ফিরে যাওয়া দূরে
সন্ধ্যার মুখ জুড়ে নেচে নেচে ছোটে
ঘরে ফেরা পাখিদের ফিরে যাওয়া দূরে
সন্ধ্যার মুখ জুড়ে নেচে নেচে ছোটে
বাঁধাহীন লাল ঘুড়িটা
শুধু ওড়ার তাড়ায়
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
আহা, মন বন্দী, প্রাণ বন্দী এই যে দহন
সবুজের হলুদাভ ক্ষতের মতন
আহা, মন বন্দী, প্রাণ বন্দী এই যে দহন
সবুজে হলুদাভ ক্ষতের মতন
সেই পাখিটা
তার রঙিন ডানার ছায়া
ঘরের ভিতর থাকা মনটা তো আর
থাকে না, থাকে না, থাকে না
ওড়ার তাড়ায়
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Proimium - Отраженные искажения
Jelena Rozga & Matija Cvek - Zar Je Ljubav Spala Na To
Shei Pakhita – English Translation
That bird is in the sky
That bird
That bird
The shadow of his colorful wings
In the house
No, no, no
In a hurry
That bird
Yes, yes, that bird!
Quiet
Just look quietly in the afternoon
Quiet
Just look quietly in the afternoon
Back home to the birds returning
In the evening
Back home to the birds returning
In the evening
Bind
Only
That bird
Yes, yes, that bird!
Ah, the captive of the mind, the prisoner of life that is that burning
Gorgeous
Ah, the captive of the mind, the prisoner of life that is that burning
Greenery
That bird
The shadow of his colorful wings
In the house
No, no, no
In a hurry
That bird
Yes, yes, that bird!
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Hatirpool Sessions – Shei Pakhita
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
https://www.youtube.com/watch?v=G0URu1IFaxM