Lyrics Hatirpool Sessions – Shohorer Duita Gaan

Shohorer Duita Gaan Lyrics – Hatirpool Sessions

Singer: Hatirpool Sessions
Title: Shohorer Duita Gaan

〈Intro〉
আর আসবো না বলে
দুধের ওপরে ভাসা সর
চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি

〈Verse 1〉
বাইরে বৃষ্টির ধোঁয়া
যেন সাদা স্বপ্নের চাদর
বিছিয়েছে পৃথিবীতে

কেন এত বুক দোলে?
আমি আর আসবো না বলে
যদিও কাঁপছে হাত
তবুও ঠিক অভ্যেসের বশে

লিখছি অসংখ্য নাম
চেনা জানা সব কিছুর
প্রতিটি নামের শেষে, আসবো না
〈Chorus〉

নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
নারী, আমি আসবো না
〈Verse 2〉

আর আসবো না বলেই
মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে
আর আসবো না বলেই
জাগিয়ে তুলি মানুষের ভেতরে মানুষ

কথার ভেতরে কথা গেঁথে দেওয়া, কেন?
আসবো না বলেই
〈Chorus〉
সুখ, আমি আসবো না

দুঃখ, আমি আসবো না
প্রেম, হে কাম, হে কবিতা আমার
আমি আর…
আমি আর আসবো না

〈Pre-Chorus〉
আজ বিদায়ের বিষণ্ণ রুমালে
কে তোলে অক্ষর কালো
আসবো না

〈Chorus〉
নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
সুখ, আমি আসবো না

দুঃখ, আমি আসবো না
নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
সুখ, আমি আসবো না

দুঃখ, আমি আসবো না
〈Instrumental〉
〈Verse 3〉
এ শহর দেয়নি কিছুই ফুলদানি ছাড়া

নেই সুবাসিত গোলাপ অথবা স্নিগ্ধ জলের ধারা
তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর
দু’টি কিশোরীর হাতে তিনটি কুকুর
আমাদের চারপাশের নানা ভিড়ে

ফিরেছে কত মানুষ তাড়া নিয়ে
জলে নুয়ে পড়া বৃক্ষতলে
দু’জনার ছিল না কোনো তাড়া
〈Chorus〉

এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া

〈Verse 4〉
আধার ছিন্ন করে তুমি মেলে দিলে দু’হাত
কী করে আমি বলো যাবো তোমার কাছে?
যেভাবে পরগাছা জন্মায় সুউচ্চ বৃক্ষ চূড়ায়?

তবুও ভালোবেসে পরগাছাকে কেউ বলেনি বৃক্ষ
অনেক কষ্ট-অভিমান নিয়ে তুমিও চলে যাবে জানি
দু’হাতে চোখ মুছে রৌদ্রের কাছে আমি রাখিনি কোনো চাওয়া
〈Bridge〉

এ শহর পারবে না ঠেকাতে জানি
তোমার চলে যাওয়া
এ শহর পারবে না ঠেকাতে জানি
তোমার চলে যাওয়া

〈Chorus〉
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই

শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই

শুধু তোমাকে ছাড়া
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
DBLDOUPE - Rari
Милана Хаметова, Milana Star - ЛП

Shohorer Duita Gaan – English Translation

〈Intro〉
Say no more
Milk
Squeeze

〈Verse 1〉
Rains
Lol
On the earth

Why so much chest?
I say I will not come anymore
Though the hand is shaking
Nevertheless

I am writing numerous names
Known
At the end of each name, will not come
〈Chorus〉

The river, I won’t come
Birds, I won’t come
Women, I won’t come
〈Verse 2〉

And because I will not come
The first flag of the procession
And because I will not come
Wake up the man inside the man

Talking in the words, why?
Because I will not come
〈Chorus〉
Happiness, I won’t come

Sad, I won’t come
Love, O Kam, O Poems Me
I’m no longer …
I won’t come anymore

〈Pre-chorus〉
Today’s depressed handkerchief
Who makes the letter black
Not come

〈Chorus〉
The river, I won’t come
Birds, I won’t come
Happiness, I won’t come

Sad, I won’t come
The river, I won’t come
Birds, I won’t come
Happiness, I won’t come

Sad, I won’t come
〈Instrumental〉
〈Verse 3〉
This city did not give nothing but vase

No
Yet those noon come back
Three dogs in the hands of two teenagers
Crowd

Back
Watery
There was no chase
〈Chorus〉

This city didn’t give me nothing
Just without you
This city didn’t give me nothing
Just without you

〈Verse 4〉
Two -handed
How do I tell you?
How does the parish grow at the top of the tree?

Nevertheless
You know you will leave with a lot of hardship
I did not have any sought after the eyes wiped the eyes of the two hands
〈Bridge〉

I know to stop this city
Go away
I know to stop this city
Go away

〈Chorus〉
This city didn’t give me nothing
Just without you
This city didn’t give me nothing

Just without you
This city didn’t give me nothing
Just without you
This city didn’t give me nothing

Just without you
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Hatirpool Sessions – Shohorer Duita Gaan

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases