Moddhyo Raater Gaan Lyrics – Lagnajita Chakraborty
Singer: Lagnajita Chakraborty
Title: Moddhyo Raater Gaan
On Bandsintown
জানে সব এ বাতাস
কাকে তুই দোসর পাতাস
নিয়ে যাস উড়িয়ে পক্ষীরাজে তোর
ওরে মন-জোনাকি
গায়ে প্রেম-গন্ধ মাখি
এসে দুইঠোঁটে যেই বলিস ছুমন্তর
নেমে রাজপথেই আবার করছি পাগলামি
দেখে মুখ লুকায় শহরতলী
জীবনকে দিলাম ওড়ার আস্কারা আমি
লেখে সেই পথের পদাবলী
তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
তোর ঘুমপাড়ানি গান
আমি পাতছি হাওয়ায় কান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
রটে যাক গোটা দক্ষিণ থেকে উত্তরে
অচেনা রাস্তাঘাট, চেনা গলির মোড়ে
আমি আজ ঘর পালাচ্ছি যে তোর হাত ধরে
ভবঘুরে
করে দুই চোখে স্বপ্নেরা পাখনাবাজি
ভেজে হলদে আলোয় কিছু খোশমেজাজি
আমি রোজ শহরের প্রেমে পড়তে রাজি
ভবঘুরে
তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
তোর ঘুমপাড়ানি গান
আমি পাতছি হাওয়ায় কান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
তোর মধ্যরাতের গান
গেয়ে যায় শুধু আশমান
সেই ডাকে আমায় চাঁদ
ডাকে আমায় জান
On Bandsintown
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
FIRSTLOVE - XANAXVILLE
Kras1vel - Звезда (Star)
Moddhyo Raater Gaan – English Translation
On Bandsintown
Knows all at the wind
Whom
Take you
Ore
Pomegranate
Bun
I am mad at the highway
Sight
I gave life
Foot
Me
Sings
The moon of me at that call
Know me to call
Your sleepy song
I am the ears in the breeze
The moon of me at that call
Know me to call
Let the whole
Stranger
I am fleeing the house today that holds your hand
Wandering
Dreamer
Puddle
I agreed to fall in love with the city of Rose
Wandering
Me
Sings
The moon of me at that call
Know me to call
Your sleepy song
I am the ears in the breeze
The moon of me at that call
Know me to call
Me
Sings
The moon of me at that call
Know me to call
On Bandsintown
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Lagnajita Chakraborty – Moddhyo Raater Gaan
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
https://www.youtube.com/watch?v=ETykoXIpYlc