Lyrics Moushumi Bhowmik – আমি শুনেছি সেদিন তুমি

আমি শুনেছি সেদিন তুমি Lyrics – Moushumi Bhowmik

Singer: Moushumi Bhowmik
Title: আমি শুনেছি সেদিন তুমি

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ

আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে

কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে

শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ

এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ

তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি

তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি…
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
Polka - Stash
SHKEL - GÅ OG LEV

আমি শুনেছি সেদিন তুমি – English Translation

I heard that day you
The blue water touches the horizon of the sea
I heard that day you
Lonabali has walked far away from the shore

I never went to the water ever floating in the water
Never put eyes on the wings of the wings
Again the day you go to the sea bath
Take me along

I heard that day
You are the meeting you are the meeting you are meant
And that day you are a very complex puzzle
Not to say no, you spoke

Wake up
Talk
With yourself to live for yourself
If there is no love

Just takes alone
Where to find peace
Where the ball goes
I heard you are or still dream

Still writing story songs
The man’s survival die still thinks
Your love is still in roses
Losing confidence in this mind I am today

Come to you and get two hands
I just see the empty of the two -eyed cavity
Night sleep I don’t dream no dream
So I get two eyes to be dreaming

So I come to you and get two hands…
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Moushumi Bhowmik – আমি শুনেছি সেদিন তুমি

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases