Lyrics Raa Je – THIKANA Feat. THE MK

THIKANA Feat. THE MK Lyrics – Raa Je

Singer: Raa Je
Title: THIKANA Feat. THE MK

আমার পরিচয় টা শিল্পী, সংগীত ঠিকানা।
এইখানে শেখার শেষ নাই, শিল্পী শেখা ছাড়ে না।
শিল্পী জিতে নয়তো শিখে, কিন্তু হারতে জানে না।
ব্যর্থতা মেনে নিবে, চেষ্টা না করাকে না।

বিদায় ভুল করে স্থির থাকা মূর্খতাকে।
আমি ভুল করে শিখি,নাইকো লজ্জা তাতে।
জিতে ব্যর্থতা যে, তাকে আর আটকাবে কে?
আমার লক্ষ্য অটুট, পারবেনা থামাতে।

শিল্পী সফলতার আগ পর্যন্ত ব্যর্থ হয়
চেষ্টা থামেনা, এটা শেষ প্রান্ত নয়।
ব্যর্থতার ভয়ে হাল ছাড়া পরাজয়।
বিজয়ী হার মানে না, আছে শেষ প্রান্তে জয়।

আমার বিশ্বাস, স্বপ্ন দেখার সুযোগ করে দেয়।
আমার বিশ্বাস আমাকে লড়তে শেখায়।
ন থাকলে বিশ্বাস, শত বাঁধা পথ রুখে দেয়।
যদি বিশ্বাস থাকে, দেখা হবে বিজয়ে।

শিল্পী প্রতিযোগিতা কখনও ভয় করেনা।
সীমানায় আটকা পড়েনা বরং জয় করে তা।
আজুহাত কখনও সাফল্যের স্বাদ পাবেনা।
পরিশ্রম ছাড়া প্রতিভার মান থাকেনা।

কেন সকলের তুলনায় সফলতায় দেরি?
আমি আলতো হাসিতে প্রশ্নের জবাবে বলি
কারণ দ্রুত তৈরি হয় ক্ষুদ্র বাড়ি।
আমি ধৈর্য ধরে, শিল্পের প্রাসাদ গড়ি।

আমি পড়ে গেলে ঠিক আবারো গর্জে উঠি।
আমি ভুল করে, ভুল থেকে শিখতে জানি।
Find more lyrics at lyrics.jspinyin.net

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
YRM Bear - YRM
Substantial - The Growth

THIKANA Feat. THE MK – English Translation

My identity artist, music address.
There is no end to learning here, artists do not leave learning.
The artist does not win, but do not know how to lose.
Failure will accept, do not try.

By farewell to the steady foolishness.
I learn a mistake, niko shame.
Failure to win, who will stop him?
My goal is to stop it, you can stop.

If the artist fails until success
Do not stop trying, it’s not the end edge.
Defeat without fear of failure.
The winning rate does not mean, win at the end end.

I believe, dreams of dreams.
My faith teaches me to fight.
If there is no, believe in hundreds of trails.
If there is faith, see the victory.

Artist competition never fears.
It is not trapped in the border rather than win it.
Azuhat will never taste success.
Do not have talented quality without work.

Why is it late in success?
I say in response to the question to laugh
Because fast is made of small house.
I get patiently, crush the palace of the industry.

When I fall, I got up again.
I know the mistake, learn from the mistake.
Find more lyrics at lyrics.jspinyin.net

Lyrics Raa Je – THIKANA Feat. THE MK

Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.

We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂

You can purchase their music thru 
Amazon Music  Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases