Baridhara Lyrics – RJSKEN
Singer: RJSKEN
Title: Baridhara
ধীরে ধীরে আকাশে তে কালো ঘন মেঘ জমলো
ফিরে দেখি সূর্যের আলো কমে গেলো
ঝিরিঝিরি বাজছে শব্দ, যেন কাঁদছে গগন, আর আজ সে মগ্ন দেখো
ডাকছে আকাশ, মেঘ চিরছে বিদ্যুৎ-ও
ঠান্ডা বাতাস, প্রকৃতিও বিশুদ্ধ
শান্তির নিশ্বাস যেন সমাপ্তি যুদ্ধ-র
ভুলে গেছি আজ কি সুখ কি দুঃখ
দ্রুত বইছে হাওয়া
আজ আমি অবাক হওয়া
সুন্দর আবহাওয়া
স্বাভাবিক ভাবুক হওয়া
যতদুর চোখ যায়, সব পানি তে ঘোলা দৃশ্য
আসমান-জমিনের মালিকের সৃষ্ট নেয়ামত
ইশ্বর দেখাচ্ছে বিশ্ব কে যা অদৃষ্ট
বৃষ্টিতে সজীবতায় মেতে উঠছে বৃক্ষ
শীতল হচ্ছে অভিমান যা ছিল দীপ্ত
দেখা যাবে শীঘ্রই সাতরঙা সেই বৃত্ত
একাই হাটছি এ ভেজা শহরে
পথ ঘাট ডুবে যাওয়া এ সদরে
বৃহৎ কালো মেঘ উড়ছে উপরে
না আছে গরম আর এ খাড়া দুপুরে
মুষলধারে পড়ছে বৃষ্টি
দেখছি সরিয়ে পর্দা
রিমঝিম পড়ছে ঝর্না
সঙ্গীত এ যেন প্রকৃতির সৃষ্টি
বাতাসে যেন উড়ে গেল রাগ
পানিতে যেন ভেসে গেল অভিমান
অন্তরে শুনি অতিথির ডাক
চলছে অভিযান না থেমে অবিরাম
রাঙিয়ে দাও আমায় তুমি রাঙিয়ে দাও
শুষ্কতায় ভরা মন এ বর্ষায় ভিজিয়ে দাও
তা যদি না হয় তো মুক্তি দাও
বাঁচতে দাও, আমাকে আমার মতো আমায় বাঁচতে দাও
গুটি গুটি পায়ে আমি দাঁড়াতে শিখেছি এবার তোমার ব্যস্ত সমাজে ছুটতে দাও
মানুষ চিনেছি, আমি সত্য জেনেছি জ্ঞানের পিপাসা জেগেছে-আমার পাখা গজিয়েছে
আর চাচ্ছি এই পৃথিবীটাকে আমার মতো সাজাতে তাই উড়তে দাও
বিলীন হতে চাই তোমার আকাশে অথবা তোমাকে এখন ভুলতে দাও
ঘনিয়ে এলো রাত ডুবলো সূর্য
কেন হঠাৎ প্রতিটি মুহুর্ত হলো মুল্যবান
অন্তরে চলে তার প্রশ্ন-র উত্তর
শুনছি যা ছিলো অভুতপূর্ব
জীবনে যখন মূল হয় গান ভরাট হয় শুন্যতা
তাই আমি লিখতে বসেছি সুখ-ও-দুঃখ
চারিদিকে অন্ধকার, ফিরছে ছন্দটা
সাদা-কালো মিশ্র ছাই রঙা দৃশ্য
পাচ্ছি বৃষ্টির মিষ্টি গন্ধটা
তবে খুজে পাচ্ছি না পুরোনো আমিকে আবার যথাযথ ভাবে
জানি সে আমার কথা মতো ভাবে না
স্মৃতি গুলো রেখেছি যত্নে, ভুলিনি তাকে হারানোর যন্ত্রনা, দেখেছি স্বপ্নে তাকে
‘বাস্তবে না হক, স্বপ্নে সে আমার’ এ অনুভুতিও খুব একটা মন্দ না
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru or Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
BRIKLBERRY CHILD - Trap for life
Ingrid Rangel - Vem Cá
Baridhara – English Translation
Slowly the black cloud of black in the sky
Back to see the sun’s light decreased
The sound of the sounding of Jhirajiri, as if she cries, and today he looksured
Calling the sky, clouds of electricity
Cold wind, nature is also pure
The breath of peace should be the end of war
Forgotten what happiness what happiness today
Quick Books
Today I am surprised
Beautiful weather
Become normal
As far as the eyes goes, all the water in the dark scene
The blessings of the land of the heavens
God showing the world that is fate
Tree in the rainy season
The cooling of being cooler which was dignified
Circle Saturginh soon
Wet town at Hunt
The way to drowning the path
The large black cloud is flying above
There is no hot and at the steep noon
Rain falls
Remove the screen
Reading rimjim is fountain
Music is the nature of nature
Anger flown in the air
The water in the water
Heard hear
Continuous does not stop the campaign
Rogue me
Wip it in the rainy season filled with dryness
If not, then release it
Let me live, let me live like me
I have learned to stand on the foot of the cottage cottage on your busy society now
Man recognized, I know the truth of knowledge of knowledge-my fan grew up
And want to sort this world like me so give it to fly
Want to be dissolved in your sky or you now forget
Down the sunrise sun
Why suddenly each moment is valuable
Answer to his question
I was heard
When the original is in life, the lizard is filled
So I’m writing happiness-and-sorrow
Darkness around the dark, returning rhythm
White-black mixed ash color scene
The sweet smell of the rain
But I can not find the old Amike properly
I know he’s not like my words
Memories have been cared for caring, I did not forget him, I saw him in a dream
‘In reality, he is not a very bad feeling in my dream
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics RJSKEN – Baridhara
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru or Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases