Ek sohor valobasa Lyrics – Tanjib Sarowar
Singer: Tanjib Sarowar
Title: Ek sohor valobasa
LyricsListen
তোমার এলোমেলো চুলে, আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুটতোলা রিকশায়
এক মুঠো প্রেম নিয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই
তোমার সাথে, এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে, তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়
ইচ্ছে করে, জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত, তবু এই সময় থেমে থাকুক
বুলিয়ে দাও রাঙিয়ে, ঐ মায়া যাদুহাতে
কি সুখ লাগে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই
ও…
তোমার এলোমেলো চুলে, আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুটতোলা রিকশায়
এক মুঠো প্রেম এড়িয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই
Find more lyrics at lyrics.jspinyin.net
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Other Popular Songs:
$kull Trip - 0901
Republic zenekar - Kapd el gyorsan
Ek sohor valobasa – English Translation
Lyricslisten
Your random hair, remember me white
Would love to be lost
No Hutla rickshaw
With a fold love
My zero pocket
Do not hesitate to lose
Unknown lane
One city would love to give love
This soft afternoon
Standing face
Just afraid to say, love to love
Bump
I am very common
Simple one
Can die, learn to live
Without it
With you, this way does not end today
As such, your soft hand touches that
If you want, rain in the tea cup
Whether evening night, still stopped this time
Block it, in that Maya Museum
What happiness takes
One city would love to give love
This soft afternoon
Standing face
Just afraid to say, love to love
Bump
I am very common
Simple one
Can die, learn to live
Without hesitation
O …
Your random hair, remember me white
Would love to be lost
No Hutla rickshaw
A handful of love
My zero pocket
Do not hesitate to lose
Unknown lane
One city would love to give love
This soft afternoon
Standing face
Just afraid to say, love to love
Bump
I am very common
Simple one
Can die, learn to live
Without hesitation
Find more lyrics at lyrics.jspinyin.net
Lyrics Tanjib Sarowar – Ek sohor valobasa
Kindly like and share our content. Please follow our site to get the latest lyrics for all songs.
We don’t provide any MP3 Download, please support the artist by purchasing their music 🙂
You can purchase their music thru Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases